বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন আর ফ্যাসিবাদ আমলের দুঃশাসন নেই, তবুও কেন মানুষ এভাবে অকালে ঝরে পড়ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাপ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এর কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান ঘটনাটি শুনে তাৎক্ষণিক শোক জানিয়েছেন।’
মিরপুর পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘সরকারের এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।’
তিনি আরও বলেন, ‘একটা আবাসিক এলাকার ভেতর কীভাবে একটা কারখানা স্থাপনের সুযোগ দেয়া হলো। অবশ্যই এখানে অবহেলা রয়েছে।কর্তৃপক্ষের নজরদারি নেই এজন্যই এসব ঘটছে।’
জনগণ বিএনপিকে ভোট দিলে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘ফ্যাক্টরি এবং আবাসিক এলাকার স্থাপনার ব্যাপারে সঠিক সঠিক পরিকল্পনা নেয়া হবে।’
দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাক করে দেয়া হবে বলেও ঘোষণা দেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।
উল্লেখ্য: মঙ্গেলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট।
এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
এমআর