দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে গিয়ে ৯৫ রানে থামতে বাধ্য হন ইব্রাহিম জাদরান। সেই ভুল তৃতীয় ওয়ানডেতে করতে চাননি তিনি। তাই তো গতকাল নব্বইয়ের ঘরে আসার পর দেখেশুনেই ব্যাটিং করছিলেন।
যেন কোনোভাবেই সেঞ্চুরি হাতছাড়া না হয়।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে ইনিংসের ৩৭তম ওভারে রান আউটে কাটা পড়লেন জাদরান। তখন তার নামের পাশে দ্বিতীয় ওয়ানডের মতোই ৯৫। ইকরাম আলীখিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ড্রেসিংরুমে ফেরেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিতে’ আউট হয়ে ভীষণ ক্ষুব্ধ হন তিনি।
সেই রাগ ঝাড়তে যেন অপেক্ষায় ছিলেন জাদরান কখন বাউন্ডারি লাইনের বাইরে যাবেন। লাইন ক্রস করতেই সজোরে প্রিয় ব্যাট ছুঁড়ে মারেন মাটিতে। তাতেও রাগ কমে না তার। এরপর কোচ জনাথন ট্রটের পেছনে থাকা চেয়ারে মারেন লাথি।
খেলোয়াড় হিসেবে এমন আচরণ করায় আজ শাস্তি পেয়েছেন তিনি।
অসদাচরণের জন্য জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন আফগান ব্যাটার। আগামী ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের শাস্তি জাদরান মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়ছে না।
জাদরানের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসি জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। অনুচ্ছেদটি হচ্ছে—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় ‘ক্রিকেট সরঞ্জামাদি বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনা এবং ফিটিংসের অপব্যবহার’ সম্পর্কিত।
আইকে/টিএ