ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে ভারতের আসামে। বুধবার (১৬ অক্টোবর) বাকসা জেলায় অভিযুক্তদের আদালতে হাজির করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগানে বিক্ষুব্ধ জনতা পুলিশ কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে সেদিন জেলা কারাগারে নেওয়া হচ্ছিল। এদের মধ্যে রয়েছেন ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গ এবং দুজন পিএসও, তাদের একজন নন্দেশ্বর বোরা। আদালতের নির্দেশে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, অভিযুক্তদের বহনকারী গাড়ি কারাগারে পৌঁছালে শতাধিক বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে তাদের দিকে পাথর ছোড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তেজিত জনতা একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এবি/টিকে