বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ডি ইয়ং, কদিন ধরেই শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। তবে এবার আর গুঞ্জন নয়, আনুষ্ঠানিকভাবেই বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন এই ডাচ ফুটবলার। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন ফ্রেংকি ডি ইয়ং।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তার রিলিজ ক্লজও বাড়ানো হয়েছে। ৪০ কোটি ইউরো থেকে তার রিলিজ ক্লজ বেড়ে হয়েছে ৬০ কোটি ইউরো।
বার্সেলোনায় ডি ইয়ংয়ের চুক্তির মেয়াদ ছিলো ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে আগামী জানুয়ারিতেই নতুন দলের সঙ্গে আগাম চুক্তিতে যাওয়ার সুযোগ ছিলো তার। কিন্তু শেষ পর্যন্ত নতুন দল নয়, বার্সেলোনার সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।
২০১৯ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। সময়ের সঙ্গে মাঝমাঠে স্প্যানিশ দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ২৬৭ ম্যাচ খেলে তার গোল ১৯টি, অ্যাসিস্ট ২৪টি। জিতেছেন দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
এবি/টিকে