টানা একযুগ পর আবারও এক হয়ে একটি গান তৈরি করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং সংগীত পরিচালক আরফিন রুমি। একটি টিভি সিরিজের জন্য নতুন গানটি তৈরি করেছেন সংগীতাঙ্গনের এ তিন তারকা।
এ তিন যুগলের অসাধারণ শুরু হয়েছিলো ২০১০ সালে। ‘ছায়া-ছবি’ নামের সিনেমায় রাজের নির্মাণে আরিফিন শুভ ও পূর্ণিমা অভিনীত ‘পথ জানা নেই’ গানের মধ্য দিয়ে। গানটি ওই সময় সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পায়।
এরপর নির্মাতা রাজের আলোচিত টিভি সিরিজ ‘ব্যাচেললরস দ্য ফ্যামিলি’, ‘ইডিয়টস’, পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘তারকাঁটা’, ‘যদি একদিন’সহ অনেক একক নাটকের গানে তাদের একসঙ্গে দেখেছে দর্শক।
সেই কাজের রেশেই টানা ১২ বছর পর আবারও মাহমুদ মানজুরের কথায় আরফিন রুমির কণ্ঠ-সুরে নির্মিত হয়েছে নতুন একটি গান। যার শিরোনাম ‘এটা আমাদেরই গল্প’। গানটি একটি টিভি সিরিজের টাইটেল গান হিসেবে তৈরি করা হয়েছে।
রাজের নির্মাণ চলতি ‘এটা আমাদেরই গল্প’ মেগা ধারাবাহিকের টাইটেল সং লিখেছেন মাহমুদ মানজুর। তাতে সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। সহশিল্পী হিসেবে আছেন দোলা। গানটি এর মধ্যে প্রকাশ হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ গ্লোবাল অডিও স্ট্রিমিং অ্যাপগুলোতে।
নির্মাতা জানান গানটির ভিডিও প্রকাশ হবে সিরিজটি সম্প্রচার শুরুর আগে। তবে তার আগেই অডিও স্ট্রিমিংয়ের সুবাদে এরমধ্যে গানটি হিটের পথে। প্রশংসা মিলছে দারুণ। নির্মাতার সুরে সুর মিলিয়ে সংগীতশিল্পী আরফিন
রুমি বলেন,আমি, রাজ কাকা আর মানজুর মামা মিলে শুরু থেকে যে ক’টি গান করেছি, তার সবগুলোই হিট হয়েছে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার খেয়াল। তবে ভাবতে ভালো লাগে আমাদের প্রথম গান ‘পথ জানা নেই’ থেকে সর্বশেষ ‘এটা আমাদেরই গল্প’; দারুণ একটা ধারাবাহিকতা রেখেছে।
গীতিকবি মাহমুদ মানজুর বলেন, রাজ কাকা এবং রুমি মামা বরাবরই আমার জন্য আশীর্বাদের মতো। আমাদের টিমওয়ার্ক দুর্দান্ত। আমরা একে অপরকে দূরে থেকে বেশ বুঝি। ফলে গান তৈরিতে সুবিধা হয়। সেজন্যই কাজ কম করেও গানগুলো শ্রোতাদের প্রশংসা পায়।
মাহমুদ মানজুর আরও বলেন, টানা ১২ বছর পর আবার আমরা তিনজনে এক হয়ে কোনও সিরিজের টাইটেল গান করলাম। আমি নিজেও ‘ইডিয়টস’ ধারাবাহিকের পর আর কোনও সিরিজের জন্য গান লিখিনি। সে হিসেবে আমিও ১২ বছর পর সিরিজে ফিরলাম। এটা ভালোলাগার বিষয়। আশা করছি গানটি জনপ্রিয়তা পাবে, সিরিজটি সফল হবে।’
এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, স্পটিফাইসহ গ্লোবার অডিও স্ট্রিমিং সাইটে ‘এটা আমাদেরই গল্প’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া মিলছে। তবে সেটি বহুগুণে বাড়বে নাটকটি সম্প্রচারে এলে। কারণ সিরিজের পরতে পরতে থাকছে গানটির ছায়া।
প্রঙ্গত, দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলের পর্দায় শিগগিরই তারকাবহুল সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ সম্প্রচার শুরুর কথা রয়েছে।
কেএন/এসএন