বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের জন্য আফিদাদের নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেছে বাফুফে। এর অংশ হিসেবে দুই সপ্তাহের বেশি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নিবিড় অনুশীলন শেষে আজ দুপুরে ঢাকায় এসেছেন আফিদারা।
অক্টোবরের শেষ সপ্তাহে (২৫ ও ২৮ অক্টোবর) বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দুই প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য আজ সকালে ভুটান থেকে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা,রুপ্না, মনিকা চাকমা ও শিউলি আজিম। আগামীকাল ভুটানের লীগের খেলা থাকায় মারিয়ারা পরশু দিন ঢাকায় আসবেন।
১৮-২০ অক্টোবর ঢাকায় তিন দিন একসঙ্গে অনুশীলন হবে। থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ২১ অক্টোবর দেশ ছাড়বে। থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত খেলে। তাদের ফিফা র্যাংকিং ৫৩। পিটার বাটলার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলান ঋতুপর্ণাদের। আর হামজা-জামালদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘুরে ফিরে নেপাল-ভুটানের বৃত্তেই আটকে আছেন।
আইকে/টিএ