বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করা উচিত। শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদের মর্মকথা হচ্ছে কোনো ব্যক্তি বা দল যাতে স্বৈরাচার হয়ে ওঠতে না পারে। সনদটি কার্যকরের মধ্য দিয়ে এটি নিশ্চিত করা যাবে।
রাজনৈতিক দল, জনগণ ও নির্বাচন কমিশনকে আস্থার মধ্যে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এরপর গণভোট ও নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের দিন গনভোট রাজনৈতিক দলগুলো চাইতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
টিজে/টিএ