বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার দুপুর দেড়টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে লড়াই। তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে নতুন উদ্দীপনায় মাঠে নামছে টিম টাইগার্স, যদিও সাম্প্রতিক ব্যর্থতা ও আত্মবিশ্বাসের ঘাটতি ঘিরে রয়েছে নানা প্রশ্ন।

তার আগে গতকাল শুক্রবার ( ১৭ অক্টোবর) ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে সিরিজের ট্রফি। সিরিজের বাকি দুটি ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল।

ধারাবাহিক ব্যর্থতায় ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছে, বর্তমানে তারা দশম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ এমনিতে খুব ভালো জায়গায় ছিল না কখনোই কিন্তু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৭-৮ নম্বর জায়গাতেই ঘুরেফিরে ছিল ওয়ানডে ক্রিকেটে।

টানা ব্যর্থতার কারণে আগামী ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন আবহেই আজ শনিবার( ১৮ অক্টোবর) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির বিষয় হতে পারে, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।

আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

মিরপুরের ধীরগতির উইকেটের কারণে সবসময় আত্মবিশ্বাসী থাকে বাংলাদেশ। এ ছাড়া প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। সব মিলিয়ে বলা যায়, আসন্ন সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলাফল সত্ত্বেও বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন হয়নি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে। আফগান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং পেসার নাহিদ রানা।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।


আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারকাদের ইনজুরিতে নতুনদের সুযোগ দেখছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক Oct 18, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস Oct 18, 2025
img
জনগণের বিশ্বাস অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: ফখরুল Oct 18, 2025
img
তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে: ফায়ার সার্ভিসের ডিজি Oct 18, 2025
সুস্থতার জন্য নবীজি যে আমল করতেন | ইসলামিক টিপস Oct 18, 2025
সালমানের চোখে ভবিষ্যতের সুপারস্টার আরিয়ান খান Oct 18, 2025
সবার সামনে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম! Oct 18, 2025
প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন, রোববার বসতে পারবেন নির্বাচিতরা Oct 18, 2025
img
২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি : বিজিএমইএ সভাপতি Oct 18, 2025
img
অভিবাসন নিয়ন্ত্রণে বলকান অঞ্চলে ব্রিটিশ সীমান্তরক্ষী Oct 18, 2025
img
আবুধাবি টি-১০ লিগে দল পেলেন নাহিদ ও সাইফ Oct 18, 2025
img
পরীমণিকে ঘিরে স্মৃতিচারণ সংগীত শিল্পী ইমরানের Oct 18, 2025
img
পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির বিপরীতে ভারতের পাল্টা হুঁশিয়ারি Oct 18, 2025
img
ফরিদপুরে বিএনপির বাধায় স্থগিত জামায়াতের নির্বাচনি সভা Oct 18, 2025
img
ওয়ানডেতে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন Oct 18, 2025
img
আ.লীগ-বিএনপি-জামায়াতকে কৃতকর্মের দায় নিতে হবে : আনু মুহাম্মদ Oct 18, 2025
img
হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু Oct 18, 2025
img
থালা-বাটি হাতে এবার ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা Oct 18, 2025
সেনা হেফাজতে তোফায়েল মোস্তফা সরোয়ার: পরিচিতদের ভিন্ন বক্তব্য Oct 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান Oct 18, 2025