রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করেছে স্ট্রাসবুর্গের বিপক্ষে।

লিগ আঁতে ঘরের মাঠে শুক্রবারের ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। তবে ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ।

দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি।

এরপর বিরতির ঠিক আগে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন দিয়েগো মোরেইরা। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার আলতো শট পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় পানিচেলির দ্বিতীয় গোলের সুবাদে ব্যবধান বাড়ায় অতিথিরা।

ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

তার প্রথম প্রচেষ্টা পেন্ডার্স ঠেকালেও ফিরতি বলে হেড করে গোল করেন তরুণ ফরাসি মিডফিল্ডার।

ম্যাচের শেষদিকে আরো বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে জয়ের গোলটি মেলেনি। শেষ দিকে খভিচা কাভারেস্খেইয়ার দূরপাল্লার শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
লিগ আঁতে গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার শিরোপা জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চারটি মৌসুমও রয়েছে তাদের দখলে।

এই ড্রয়ে লিগ আঁর পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ।

কোচ লিয়াম রোসেনিয়র নেতৃত্বে স্ট্রাসবুর্গ আজ জিতলে উঠতে পারত টেবিলের শীর্ষে। ইংলিশ কোচের দলে ছিলেন ইংল্যান্ডের লেফটব্যাক বেন চিলওয়েল এবং সাবেক ব্রাইটন মিডফিল্ডার হুলিও এনসিসো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি। আগের দুটি ম্যাচে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা।



আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে মিরাজের মন্তব্য Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি Oct 18, 2025
img
ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর Oct 18, 2025
সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন বিএনপি মহাসচিব! Oct 18, 2025
img
শত টন পণ্য পুড়ে ছাই হওয়ার আশঙ্কা শাহজালাল বিমানবন্দরে Oct 18, 2025
img
বিমানবন্দরের অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন : ডা. শফিকুর রহমান Oct 18, 2025
img
এনসিপি হয়তো নির্বাচনে অংশ নেবে না : মোস্তফা ফিরোজ Oct 18, 2025
বাবর আজমের টি-টোয়েন্টি কমব্যাক নিশ্চিত! Oct 18, 2025
বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিবকে বুঝি Oct 18, 2025
তিন খানের গল্পে রিয়াদে মঞ্চজুড়ে হাসি, স্মৃতি আর বন্ধুত্ব Oct 18, 2025
গসিপ ও ট্রল উপেক্ষা করে নিজের পথে ইধিকা Oct 18, 2025
মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ খান Oct 18, 2025
অগ্নিকাণ্ডের শুরুটা কেমন দেখছিলেন আনসার ও ট্রাফিক সহায়তাকরীরা? Oct 18, 2025
রাকসু নির্বাচন শেষে কর্তৃপক্ষের উদাসীনতায় শিবিরের ক্যাম্পাস পরিষ্কার উদ্যোগ Oct 18, 2025
শি জিনপিংয়ের নেতৃত্বে সামরিক শৃঙ্খলা অভিযান Oct 18, 2025
img
এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন Oct 18, 2025
img
অধ্যাপক তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াতের আমির Oct 18, 2025
img
বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি Oct 18, 2025
img
নিরাপত্তার চাদরে মোড়া উত্তরা, ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন Oct 18, 2025
img
রাত ৯টা থেকে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দর Oct 18, 2025