জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার দুঃখ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, জুলাই সহযোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। তারা এভাবে আজকের দিনটিতেও লাঞ্ছিত হয়েছেন, হামলার শিকার হয়েছেন।
জুলাই সনদ ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই দুঃখ প্রকাশ করেন তিনি।
এ সময় নুর বলেন, গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে প্রায় ৯ মাসের মতো দীর্ঘ আলাপ-আলোচনা শেষে তারা একটি জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। যেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই প্রণীত হয়েছে। এখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর কিছুটা মতভেদ ছিল। সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে, এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আলোচনার কোনো দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে।
তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া। এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
জুলাই সনদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের স্বীকৃতির বিষয়ে তাদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সুরক্ষার বিষয়টা কিছুটা শুরুর দিকে অস্পষ্ট ছিল। যার ফলে সারা দেশের কিছু বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা এই অনুষ্ঠানে এসেছিল, যার ফলে একটা অপত্তিকর পরিস্থিতি ঘটেছিল।
সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার শেষ দিকে এসেও জুলাই সনদ সংশোধন করে।
আইকে/এসএন