একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তাহসান খান। তবে গানের পাশাপাশি অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায়ও দেখা যায় তাকে।
আজ (১৮ অক্টোবর) এ সংগীতশিল্পীর জন্মদিন।
১৯৭৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ইউনিলিভারে চাকরি করেছেন এক বছর। ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ইউল্যাব এ শিক্ষকতা করছেন তিনি। ছিলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিংয়ের গবেষণা সহকারি।
অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন তাহসান খান। তাঁর জনপ্রিয় একক অ্যালবামগুলোর মধ্যে আছে কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, প্রত্যাবর্তন, অভিমান আমারসহ অসংখ্য। এছাড়াও তার বেশ কিছু মিশ্র অ্যালবাম রয়েছে।
এছাড়া তাঁর জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে আমাদের গল্প, মনফড়িং এর গল্প, মনের মত মন, এলিয়েন ও রুম্পার গল্প, অন্য রকম পরীর গল্প, স্পর্শের বাইরে তুমি, অপেক্ষা, সম্পর্কের গল্প, ওল্ড ইজ গোল্ড, চিনিগুঁড়া প্রেম, অনামিকাসহ অসংখ্য।
কেএন/টিএ