টেস্টের পর ওয়ানডে ফরম্যাটেও ভারতের নেতৃত্ব এখন শুভমান গিলের দখলে। অন্য ফরম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিনিও আছেন শঙ্কায়। তার ভয়, টি-টোয়েন্টির নেতৃত্বও না জানি চলে যায় গিলের কাছে।
রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেয়ার পর ভারতের টেস্ট দলের নেতৃত্ব পান শুভমান গিল। এর কয়েক মাস পরেই দায়িত্ব পেয়েছেন ওয়ানডে ফরম্যাটেও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছিল তিন ফরম্যাটেই ভারতীয় দলে ‘এক অধিনায়ক’ নীতির পথে হাঁটতে চায় তারা। সেটা হলে টি-টোয়েন্টির নেতৃত্ব আর সূর্যকুমারের কাছে থাকবে না।
হতে আরে ২০২৬ বিশ্বকাপের আগেই হারাতে পারেন দায়িত্ব। এ নিয়ে নিজেই মুখ খুলেছেন সূর্যকুমার। শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নেতৃত্ব হারানোর ভয়টাই আরও ভালোভাবে খেলার জন্য অনুপ্রাণিত করে তাকে।
সূর্যকুমার বলেন, ‘এই ভয়টা সবাই পায়। আমি তা একেবারেই অস্বীকার করতে চাই না। তবে এই ভয়টাই আমার ভালো খেলার অনুপ্রেরণা। মাঠে ও মাঠের বাইরে আমার সঙ্গে শুভমানের দারুণ সম্পর্ক। ও দুই ফরম্যাটে ভারতের ক্যাপ্টেন হওয়ায় আমি খুবই খুশি।’
ওয়ানডে ফরম্যাটে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন এখনও দেখেন সূর্যকুমার। দলে নিয়মিত সুযোগ না পেলেও ভবিষ্যতে একদিন নেতৃত্ব দেবেন বলে আশা রাখেন তিনি। তাই টি-টোয়েন্টির পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটেও নিজের দক্ষতার প্রমাণ দিতে চান।
সূর্যকুমার বলেন, ‘কখনও কখনও ভাবি, ওয়ানডেতে ভালো পারফর্ম করতে পারলে টি-টোয়েন্টির মতো ওই ফরম্যাটেও অধিনায়ক হতে পারতাম। ৩০ ওভার বেশি খেলতে হবে, তাই আগে ভাবিনি এই নিয়ে। তবে এখন ভাবছি। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতেও তৈরি রয়েছি। স্বপ্ন দেখা ছাড়িনি।’
তবে ভারত যদি লম্বা সময়ের পরিকল্পনা নিয়েই এগোতে চায়, সেক্ষেত্রে সূর্যকুমারের ওয়ানডেতে অধিনায়ক হওয়ার স্বপ্ন পূরণ করা কঠিন হবে। কারণ ৩৫ বছর বয়সী এ ক্রিকেটারের তুলনায় ২৬ বছর বয়সী গিলের উপরই আস্থাটা বেশি রাখতে চাইবে বিসিসিআই।
এবি/টিকে