বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আগামী মঙ্গলবার লঘুচাপে রূপ নিতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার এখনও কোনো আভাস নেই।
এক বুলেটিনে তিনি আরও জানান, ২১ অক্টোবর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগর বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। এছাড়া ২২ ও ২৩ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং বঙ্গোপসাগরের মধ্যভাগও বিক্ষুব্ধ থাকতে পারে। তাই সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে ২১ অক্টোবর দুপুরের পর থেকেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দেশের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, ২১ অক্টোবর নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে ওই সময় বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা।
এমকে/টিকে