দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকাকে নিয়ে খোলামেলা মত প্রকাশ করে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক তারকা প্রসঙ্গে তীর্যক মন্তব্য করেন এ শিল্পী, যা ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
সোজাসাপ্টা কথা আর তীর্যক মন্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আসিফ। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারের তিনি শুরুতেই কথা বলেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমসকে নিয়ে। তারকা হিসেবে বড় অবস্থানে থেকেও দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন কিংবা সংকটে জেমসকে খুব একটা সামনে দেখা যায় না-এ বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন।
একই সঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়েও নিজের মতামত জানান আসিফ। তার ভাষ্য, সিনেমার সংলাপ ও গানে ভিন্ন কণ্ঠ ব্যবহারের কারণে দর্শকের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। তাই প্লেব্যাক শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
আলোচনায় আসে জনপ্রিয় অভিনেত্রী পরীমণির নামও। তার খামখেয়ালিপনার প্রসঙ্গ টেনে মজা করে আসিফ আকবর জানতে চান—কবে দর্শকদের ‘মুক্তি’ দেবেন তিনি। পাশাপাশি হাস্যরসের ছলেই পরীমণিকে একটু ‘সেটেল’ হওয়ার উপদেশ দেন এই গায়ক।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে অভিনয়ের পাশাপাশি গানের চর্চা বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অভিনেত্রী দীপা খন্দকারকে সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম কাজে দেখা যাওয়ার বিষয়টিও প্রশ্ন হিসেবে তুলে ধরেন।
সবশেষে নিজের দিকেও তাকান আসিফ আকবর। আত্মসমালোচনার সুরে বলেন, কম কথা বলা এবং সবার সঙ্গে সুন্দর ব্যবহার করার বিষয়ে নিজেকেই আরও সচেতন হওয়া উচিত। যদিও এখন পর্যন্ত তার এসব মন্তব্যের বিপরীতে সংশ্লিষ্ট তারকাদের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি।
তারকাদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের এমন খোলামেলা আলোচনা, প্রশংসা আর সমালোচনায় এখন উত্তাল নেটদুনিয়া। নেটিজেনদের আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন এ গায়ক।
পিএ/এসএন