পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে শনিবার (১৮ অক্টোবর) মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা জিরোনা।যদিও, এ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছেন না কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচটিকে নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি।
জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেছেন ফুটবলাররা। এবার আবারো পয়েন্ট টেবিলের লড়াই দলগুলো। সের লড়াইয়ে আবারো মাঠে নামতে যাচ্ছে ক্লাবগুলো।
আন্তর্জাতিক বিরতির পর এবার পয়েন্ট টেবিলের শীর্ষ দখলের মিশন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। মৌসুমের শুরু থেকেই এবার রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না কাতালানরা। এবার মাদ্রিদিস্তাদের টপকে যাওয়ার বড় সুযোগ বার্সার সামনে। সেই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না হ্যান্সি ফ্লিকের দল।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বার্সেলোনা। ৮ ম্যাচে মাঠে নেমে ৬ জয়ের বিপরীতে আছে এক ড্র আর এক হার। এর আগে চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত ছিল কাতালানরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হার আর সেভিয়ার বিপক্ষে লিগে হারের ক্ষত পায় দলটা। এবার অপেক্ষাকৃত কম শক্তিশালী জিরোনার বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নিতে বদ্ধপরিকর ফ্লিকের দল।
টেবিল টপার হওয়ার এই লড়াইয়ের আগে ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে কাতালান শিবির। রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়া। কে নেই ইনজুরির তালিকায়? লম্বা এই তালিকা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ কোচের কপালে থাকলেও দুর্বল জিরোনার বিপক্ষে শক্ত রক্ষণ নিয়ে সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা হ্যান্সি ফ্লিকের। তারকাদের ইনজুরির ভিড়ে ম্যাচটা নতুনদের জন্য ভালো সুযোগ বলেও মনে করেন তিনি।
বার্সা কোচ বলেন, ‘আমাদের দলের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে আছে। তবে, সেটা খুব বড় কোনো সমস্যা না। নতুনরা সুযোগ পাবে। তারা খুব একটা সময় পায় না ম্যাচ খেলতে। আমরা জিততে চাই, জয়ের জন্যই লড়ব।’
এমআর/টিকে