দিন-দুপুরে প্রকাশ্যে ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। পরে জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কৃতিকমন্ত্রী রাচিদা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, রোববার (১৯ অক্টোবর) সকালে জাদুঘর খোলার সময় চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনা পুলিশ তদন্ত করছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জাদুঘরটি বন্ধ থাকবে। আর এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানানো হয়নি।এদিকে ফ্রান্সের অন্য একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন একটি মালবাহী লিফটের মাধ্যমে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে অলংকার চুরি করেছে।
চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। তারা স্কুটারে করে পালিয়ে গেছে। তাদের কাছে করাত ছিল। তবে তাৎক্ষণিক চুরি হওয়া জিনিসপত্রের মূল্য জানা যায়নি।
ফ্রান্সের ল্যুভর জাদুঘর হচ্ছে বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর। এখানে বিশ্বের নানা ধরনের বিখ্যাত শিল্পকর্ম ও সম্পদ রয়েছে।
এবি/টিকে