ধর্মীয় বিভাজন নিয়ে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এআর রহমান। গত আট বছরে ধর্মীয় বিভাজনের কারণে একাধিক কাজ হারিয়েছেন বলে সম্প্রতি তিনি দাবি করার পর থেকেই তাঁকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। একের পর এক কটাক্ষ ও আক্রমণ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। সেই চাপের মধ্যেই নিজের বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন এই বিশ্বখ্যাত সুরকার। বারবার তিনি বলেছেন, ভারতীয় হিসেবে তিনি কতটা গর্বিত। তবে এই বিতর্কের মাঝেই এবার বাবার পক্ষে জোরালোভাবে মুখ খুললেন মেয়ে খাতিজা রহমান।
রহমানের মন্তব্যকে ঘিরে যখন সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বইছে, তখন মলয়ালম ছবির পরিচালক কৈলাস মেনন তাঁর পাশে দাঁড়িয়ে স্পষ্ট অবস্থান নেন। তিনি লিখেছেন, মানুষ রহমানের কথার ভুল ব্যাখ্যা করছে। কারও সঙ্গে মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। মতের অমিল হলেই তাঁকে অপমান করা, নিয়ে হাসাহাসি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিচালক আরও বলেন, এআর রহমান এমন একজন শিল্পী, যিনি ভারতীয় সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। তিনি পূর্ণ মর্যাদার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তাঁর কাজের মাধ্যমে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তামিল সংস্কৃতি, ভারতীয় সিনেমা ও বিশ্বসঙ্গীতে তাঁর কয়েক দশকের অবদান কোনোভাবেই ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে মুছে যেতে পারে না।
কৈলাস মেননের এই বক্তব্য নিজের সমাজমাধ্যমে পুনরায় পোস্ট করে খাতিজা রহমান লিখেছেন, শতভাগ সত্য। এই একটি বাক্যের মধ্য দিয়েই বাবার প্রতি তাঁর পূর্ণ সমর্থন স্পষ্ট করেছেন তিনি।
এদিকে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। এক পক্ষ মনে করছে, রহমানের মন্তব্য রাষ্ট্রীয় ঐক্যের পরিপন্থী। অন্য পক্ষের দাবি, একজন শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত প্রকাশের অধিকার আছে এবং তাকে সে জন্য হেনস্তা করা উচিত নয়।
এই আবহে খাতিজার প্রকাশ্য সমর্থন নতুন মাত্রা যোগ করেছে পুরো বিতর্কে। অনুরাগীরা যেমন তাঁর পাশে দাঁড়াচ্ছেন, তেমনি সমালোচকরাও থেমে নেই। তবে আপাতত এক বিষয় পরিষ্কার, কঠিন সময়েও পরিবারকে পাশে পেয়েছেন এআর রহমান।
এমকে/টিএ