মিয়ানমার সেনাবাহিনী থাইল্যান্ড সীমান্তবর্তী কুখ্যাত স্ক্যাম কমপ্লেক্স কেকে পার্ক দখল করেছে। এই এলাকাটি গত পাঁচ বছর ধরে অনলাইন প্রতারণা, মানি লন্ডারিং এবং মানব পাচারের জন্য পরিচিত ছিল।
মিয়াওয়াড্ডি শহরের দক্ষিণে হাজার হাজার মানুষকে উচ্চ বেতনপ্রদ চাকরির প্রলোভন দেখিয়ে কেকে পার্ক দখল করতো স্ক্যামাররা। এখানে কাজ করতে বাধ্য করা হত এবং তারা জটিল অনলাইন প্রতারণায় লিপ্ত হত, যারা বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ডলার চুরি করত। যারা পালাতে পেরেছেন, তারা বলেছেন যে, সেখানে এক নিষ্ঠুর শাসন ব্যবস্থা চালু ছিল, দীর্ঘ সময় ধরে কাজ করানো হতো এবং লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হলে শারীরিক নির্যাতন করা হতো।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালীন ২,০০০-এর বেশি শ্রমিক মুক্তি পেয়েছেন এবং স্ক্যাম কার্যক্রমে ব্যবহৃত ৩০টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল বাজেয়াপ্ত করা হয়েছে।
মিয়ানমার সেনাবাহিনী সীমান্তবর্তী কুখ্যাত স্ক্যাম হাব দখল করলেও, অনলাইন প্রতারণা বন্ধ করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। কেকে পার্ক অভিযান মূলত চীনা মাফিয়ার প্রভাব কমানো এবং নির্বাচনের আগে কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করার উদ্দেশ্যে চালানো হয়েছে।
ইউটি/টিএ