আজকের দিনে প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক তারকা হিসেবে স্বীকৃত, তবে এই অবস্থানে পৌঁছানো মোটেই সহজ ছিল না। দীর্ঘদিনের ম্যানেজার অঞ্জুলা আচারিয়া সম্প্রতি সাক্ষাৎকারে উন্মুক্ত করেছেন সেই নেপথ্যের সংগ্রামের কথা।
অঞ্জুলা জানান, যুক্তরাষ্ট্রে একজন ভারতীয় অভিনেত্রীকে পরিচিত করার চেষ্টা শুরু করার সময় বহু মানুষ তাঁকে সন্দেহের চোখে দেখেছিল।
কেউ কেউ তাঁকে ‘বোকা’ পর্যন্ত বলেছিল। অনেকে বিশ্বাসই করছিলেন না, যে একজন ‘বাদামি বলিউড তারকা’ আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা পেতে পারেন।
সেই সময়ের দ্বিধা ও আতঙ্কের কথা স্মরণ করে অঞ্জুলা বলেন, জিমি আইওভিনে, ইনটারস্কোপ রেকর্ডসের সহপ্রতিষ্ঠাতা, তাঁকে সাহস দিয়েছিলেন। তিনি এমিনেমের শুরুয়ের গল্প শুনিয়ে বলেছিলেন, তখন তাকেও সবাই পাগল ভাবত। সেই কথাই অঞ্জুলাকে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে প্রেরণা জুগিয়েছিল।
সব সংশয় পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ইতিহাস সৃষ্টি করেন। তিনি যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘কুয়ান্টিকো’-তে প্রথম দক্ষিণ এশীয় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং নিজেকে বৈশ্বিক আইকন হিসেবে প্রতিষ্ঠা করেন। অনেকের কাছে অসম্ভব মনে হলেও তিনি এটি সম্ভব করেছেন।
অঞ্জুলার ভাষায়, প্রিয়াঙ্কার এই যাত্রা প্রত্যাখ্যান থেকে লাল গালিচার পথে- সবই ঝুঁকি নেওয়া, ধৈর্য ও নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প।
এমআর/টিএ