রক্ষণভাগের শক্তি বাড়াতে ক্রিস্টাল প্যালেস থেকে মার্ক গেয়িকে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত ইতিহাদে থাকবেন এই ফুটবলার।
তবে গেয়ির ট্রান্সফার ফি’র ব্যাপারে কিছু জানায়নি সিটি। কিন্তু ইংলিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, মার্ক গেয়িকে দলে ভেড়াতে ২ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে সিটিজেনদের।
জানুয়ারির দলবদলে সিটির দলে টানা দ্বিতীয় ফুটবলার গেয়ি। চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে সিটির স্কোয়াডে যুক্ত করে পেপ গুয়ার্দিওলার দল।
চেলসির একাডেমিতে বেড়ে ওঠা গেয়ি ২০২১ সালে সোয়ানসি সিটি থেকে প্যালেসে যোগ দেন। ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৮ ম্যাচ খেলে ১১ গোল করেছেন তিনি।
এছাড়া সতীর্থদের ৮টিতে গোলে সহায়তা করেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন তিনি।
এমআর/টিএ