নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচে ৩৫ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। এ কৃতিত্ব অর্জনকারী তিনি ইংল্যান্ডের দশম ব্যাটার।
ব্রুকের ইনিংসটি ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। নিজের ৫১তম টি-টোয়েন্টি ম্যাচে এসে এই অর্জন করেন ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন জস বাটলার (৩,৮৬৯), তার পর মরগান (২,৪৫৮) এবং অ্যালেক্স হেলস (২,০৭৪)। এছাড়া ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, জেসন রয়, মঈন আলী ও কেভিন পিটারসেনও রয়েছেন শীর্ষ দশে।
এর আগে ব্যাট হাতে ঝড় তোলে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৪ উইকেটে ২৩৬ রানের বিশাল সংগ্রহ। ফিল সল্ট খেলেন ৫৬ বলে ৮৫ রানের ইনিংস, যাতে ছিল ১১টি চার ও একটি ছক্কা। তার সঙ্গে ব্রুকের ৭৮ রানের ইনিংস যোগ হলে ইংলিশদের স্কোরবোর্ডে জমে রানের পাহাড়। শেষদিকে জ্যাকব বেতেল ১২ বলে ২৪ রান (২ চার, ২ ছক্কা) ও টম বেন্টন অপরাজিত ২৯ রান করে দলের স্কোর ২০০ ছাড়িয়ে যায়।
এসএস/এসএন