দিওয়ালির শুভক্ষণে রবিবাসরীয় সকালেই সুখবর দিয়েছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তারকাদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। গত চব্বিশ ঘণ্টায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা। এমন আবহে স্বাভাবিকভাবেই ‘মাসি’ প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া নিয়ে কৌতূহল ছিল অনুরাগীদের। কারণ রাঘব-পরীণিতির বিয়ের সময়ে আসেননি অভিনেত্রী। কানাঘুষো শোনা যায়, ‘মিমি দিদি’র সঙ্গে নাকি কোনও কারণে মন কষাকষি হয়েছিল! তারপর থেকে আর একফ্রেমে পাওয়া যায়নি প্রিয়াঙ্কা-পরিণীতিকে। তবে ‘বোনপো’ হওয়ার খবর শুনেই মার্কিন মুলুকে আনন্দে আত্মহারা ‘দেশি গার্ল’।
মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করার জন্য রাঘব-পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুভেচ্ছাবার্তার পোস্টে ট্যাগ করেছেন কাকা-কাকিমা অর্থাৎ পরিণীতির মা-বাবা রিনা এবং পবন চোপড়াকেও। সোশাল মিডিয়ায় ‘দেশি গার্ল’-এর সেই পোস্ট দেখে অনুরাগীদের উল্লাস সদ্য ‘মাসি’ হওয়া অভিনেত্রীকে নিয়ে। তাঁদের মন্তব্য, এতদিনে মালতী খেলার সঙ্গী পেল। তবে মার্কিন মুলুকে মালতী ব্যস্ত নিজের মতো করে দিওয়ালি উদযাপনে। সেই ঝলকও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছোট্ট মিষ্টি হলুদ রঙের শারারা সালোয়ারে আতসবাজিতে মজতে দেখা গেল প্রিয়াঙ্কাকন্যাকে।
রবিবার সোশাল মিডিয়ায় রাঘব-পরিণীতির পোস্টে উল্লেখ, ‘আমাদের এর আগের জীবনটা ঠিক কীরকম ছিল, সেটা আমরা আর মনে করতে পারছি না। আমাদের দু’বাহু ও হৃদয় দুটোই এখন পরিপূর্ণ। এর আগে আমরা একে-অপরের জন্য ছিলাম। এবার আমাদের কাছে সবকিছু আছে।’ দম্পতির এই পোস্টে বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব শুভেচ্ছা জানিয়েছেন সদ্য মা-বাবার ইনিংস শুরু করা তারকাদম্পতিকে।
এসএন