বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আমার নেতা শহীদ জিয়াউর রহমান। কিন্তু হাসিনা তার সাত দিন পরেই সব ভুলে এরশাদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। আয়না ঘর বানিয়ে, পুলিশকে ব্যবহার করে তিনি বিএনপির এক লাখ নেতাকর্মীকে জেল খাটিয়েছেন।’
সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘তুমি হাসিনা বিনা কারণে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছ, নেতা তারেক রহমানকে মেরুদন্ড ভেঙে দিয়েছ। আমরা তা ভুলিনি। গত ১৬ বছর যারা ভোট দিতে পারেনি তারা একবার সুযোগ পেলে ধানের শিষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।’
উপজেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কতুব উদ্দিন সানীর সঞ্চালনায় এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ