হোয়াইট হাউসে ক্যাবিনেট টেবিলে মুখোমুখি বসে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাডকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (২০ অক্টোবর) অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এমন আচরণ করেন ট্রাম্প।
সোমবার ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে একটি বন্ধুত্বপূর্ণ বৈঠক করছিলেন, যেখানে সাবমেরিন চুক্তি নিশ্চিত করা হয়েছিল। এ সময় একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, মার্কিন প্রেসিডেন্টের প্রতি রাডের আগের সমালোচনা সম্পর্কে তিনি কেমন অনুভব করছেন। ট্রাম্প বলেন, হয়তো তিনি ক্ষমা চাইবেন।
তার পাশে থাকা আলবানিজের দিকে ফিরে ট্রাম্প বলেন, তিনি কোথায়? তিনি কি এখনও আপনার হয়ে কাজ করছেন? আলবানিজ রাডের দিকে তাকানোর আগে বিশ্রীভাবে হাসেন, রাড তাদের সামনেই বসে ছিলেন। রাড তখন ব্যাখ্যা করতে শুরু করেন, ওসব আমি এই পদ নেয়ার আগে করেছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প তার কথা কেটে দিয়ে বলেন, ‘আমিও আপনাকে পছন্দ করি না। আমিও করি না। এবং সম্ভবত আমি কখনই করব না।’ উভয়পক্ষের কর্মকর্তারা ট্রাম্পের এই কথা শুনে হেসে ফেলেন। অন্য একজন সাংবাদিক নতুন একটি প্রশ্ন জিজ্ঞাসা করার আগে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং পরে ট্রাম্পের মন্তব্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ‘আমরা হাসির শব্দ শুনেছি। আমরা জানি যে আমাদের একটি অত্যন্ত সফল বৈঠক হয়েছে এবং এর পুরো কৃতিত্ব কেভিন রাডের।’ তিনি অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ককে বলেন।
আলবেনিজের লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী রাড, এক সময় সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন না। রাড ট্রাম্পকে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রেসিডেন্ট এবং পশ্চিমাদের প্রতি বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন, যিনি আমেরিকা এবং গণতন্ত্রকে কাদার মধ্য দিয়ে টেনে নিয়ে যান।’ ট্রাম্প হোয়াইট হাউসে জয়লাভের পর রাড তার এই মন্তব্যগুলো সব সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেন।
সূত্র: এনডিটিভি
এসএস/এসএন