টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বোধহয় খেলাই হচ্ছে না বাংলাদেশের। ভারতের সাথে টানাপোড়নের কারণে বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে দল পাঠানো থেকে বিরত থেকেছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আইসিসির সাথে দেনদরবার করেও লাভ হয়নি। শেষপর্যন্ত বিশ্বকাপ বিসর্জনের পথেই হাঁটছে বিসিবি।
তবে জানা গেছে, ক্রিকেটাররা চেয়েছিলেন বিশ্বকাপ খেলতে। শেষপর্যন্ত অবশ্য মানতে বাধ্য তারাও সরকার ও বোর্ডের সিদ্ধান্ত। এরই মাঝে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল রানার-আপ হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। এ সময় বিশ্বকাপ কেন্দ্রিক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারে।'
'আমিও চেষ্টা করেছি, তামিমও (তানজিদ হাসান তামিম) চেষ্টা করেছে। বিশ্বকাপ যাওয়া না যাওয়া তো আমাদের হাতে নেই। বিশ্বকাপ হাতছাড়া হচ্ছে, এ নিয়ে কোনো হতাশা কাজ করে কি না- জানতে চাইলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া এই পেসার বলেন, 'আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।'
আইকে/টিএ