শৌচাগারকে মন্দির ভেবে এক বছর ধরে প্রণাম গ্রামবাসীর

এক বছর আগে গ্রামে একটি ঘর তৈরি করা হয়। ঘরটির দেয়ালের রঙ গেরুয়া। ঘরটি তৈরির পর থেকেই তালা মারা। গ্রামবাসীরা দেয়ালের রঙ গেরুয়া দেখে ভাবলেন ঘরের ভিতরে কোন দেবতার মূর্তি আছে নিশ্চয়। তাই তারা ঘরটির কাছে গিয়ে করজোড়ে প্রণাম করা শুরু করলেন।

প্রায় এক বছর পর সম্প্রতি সরকারি এক অফিসার এসে জানালেন এটি কোনো মন্দির নয়, এটি আসলে একটি শৌচাগার। এতে যেন আক্কেল গুড়ুম গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৌদহ গ্রামে।

মৌদহ নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রাম কিশোর বলেন, মোদির স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে নগর পালিকা পরিষদ এই শৌচাগারটি তৈরি করেছিল। কন্টাক্টর এটি গেরুয়া রঙ করে দেয়।

গ্রামবাসীরা আর যেন এই শৌচাগারের সামনে এসে মাথা নত না করে সেজন্য এর রঙ বদলে গোলাপি করে দেয়া হয়েছে। সেটি এখনোও তালাবদ্ধ করে রাখা হয়েছে।

উত্তর প্রদেশের ৩৫০ শৌচাগারের মধ্যে ১শ'টির রঙ গেরুয়া বলে জানায় ভারতীয় গণমাধ্যম।


টাইমস/এএইচ/এসআই

Share this news on: