বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি এনটিআরসিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ইস্যু করা শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করার প্রয়োজন হলে নিচের ছক মোতাবেক তথ্য ও বর্ণিত কাগজপত্রসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।
প্রত্যয়নপত্র যাচাই আবেদনের জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। তা হলো, যেসব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে কর্মরত কোনো নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত করে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিংসহ চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর স্বয়ংসম্পূর্ণ আবেদন রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় দেবেন।
ফরোয়ার্ডিং চিঠিতে উল্লেখিত প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানায় যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকেও যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
প্রত্যয়নপত্র যাচাই প্রতিবেদনগুলো এনটিআরসিএ-এর ওয়েব সাইটের (www.ntrca.gov.bd) ‘প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত’ সেবা বক্সে আপলোড ও সংরক্ষণ করা হয়। প্রত্যয়নপত্র যাচাইয়ের জন্য কোন ফি দেয়ার প্রয়োজন নেই।
ইউটি/টিএ