ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা এবং নিজের পেশাগত জীবনের আর্থিক দিক নিয়ে অকপট আলোচনা করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভালো সুযোগ, স্ক্রিপ্ট ও পরিচালক পেলে তিনি অবশ্যই চলচ্চিত্রে কাজ করবেন, তবে এই মুহূর্তে তিনি মনে করেন না যে বড় পর্দায় যাওয়ার জন্য সময়টা তার জন্য সঠিক।
মাহি সাক্ষাৎকারে বলেন, ‘এখন আমাদের বেশিরভাগ সিনিয়র আর্টিস্ট বড় পর্দার দিকে চলে যাচ্ছেন, এটা সত্যিই খুব ভালো একটা বিষয়। কারণ তারা এখানে অনেকদিন কাজ করেছেন।
এখন তারা জীবনের এক স্থিতিশীল জায়গায় পৌঁছে গেছেন সেটা আপনি অর্থনৈতিক দিক থেকেই বলুন বা অন্য দিক থেকেই।’
মাহির মতে, বছরে মাত্র এক-দুটি সিনেমা করা তার বর্তমান পেশাগত জীবনের জন্য অর্থনৈতিকভাবে উপযুক্ত নয়। তিনি বলেন, ‘এখন আমি যেহেতু একজন নাটকের শিল্পী, আমি প্রতিনিয়ত এখানে কাজ করছি এবং এই মুহূর্তে এটাই আমার একমাত্র পেশা। মানে, এর বাইরে আমি আর কোনো ব্যবসা করছি না।’
‘যেহেতু আমি এখন অন্য কোনো ব্যবসা করছি না, তাই যদি আমি এখন হুট করে ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে যাই, এবং যদি বছরে মাত্র একটি সিনেমা করি তাহলে সেটা কি আমার জন্য অর্থনৈতিকভাবে ঠিক হবে? আমার জন্য না, সেটা ঠিক হবে না।’
মাহির কথায়, ‘সত্যি কথা বলতে, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাকটিভ দেখা যায় কিন্তু বাস্তব জীবনে আমার কাজ ছাড়া আর কোনো কিছুর দিকে আমি মন দিই না। আমি হুট করে একটা পোস্ট দিই, তারপর বেরিয়ে যাই।’
শেষে বলেন, ‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ। যেটা অনেক মানুষ মনে করে হয়তো যে আই অ্যাম ভেরি ডিফারেন্ট, ভেরি ওয়েস্টার্ন, ভেরি মর্ডান, ওয়েল স্পোকেন অথবা অনেক বেশি উগ্র।
বাট আসলে আমি মানে একদম রিয়েল লাইফে যেটা আমি, সেটা আমি ভেরি ভেরি সিম্পল পারসন। লাইক অনেক সিম্পল। আর দশটা সাধারণ মানুষের মত।’
আইকে/এসএন