বাংলা ওয়েব সিরিজ়ের জগতে নতুন আলো ছড়াচ্ছেন পাওলি দাম। অরিত্র সেনের ‘জুলি’ ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করার পর এবার তিনি বাংলা জি-ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে নির্মিত ‘গণশত্রু’ সিরিজ়ে ১৮৮০ সালের প্রথম মহিলা ‘সিরিয়াল কিলার’ ত্রৈলোক্যতারিণী দেবীর ভূমিকায় নজর কাড়ছেন। সিরিজ়ে পাওলি নানা চমকপ্রদ অপরাধীর জীবনকে তুলে ধরেছেন।
নির্মাতা মধুরা পালিত জানিয়েছেন, নারীর দৃষ্টিকোণ থেকে অপরাধী চরিত্র উপস্থাপন করাটা গুরুত্বপূর্ণ ছিল। তার মতে, পুরুষ অপরাধীর গল্প রোজ সংবাদপত্রে উঠে আসে, কিন্তু নারীর অপরাধী মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ কম আলোচিত। এই চিন্তা থেকে ত্রৈলোক্যতারিণীর চরিত্র নির্মিত হয়েছে। পাওলি দামও বলেছেন, ‘জুলি’ ও ‘ত্রৈলোক্যতারিণী’ চরিত্রের মধ্যে মিল কেবল যৌনকর্মীর ভূমিকাই; এর বাইরে দুটির স্বভাব, সাজ, আচরণ এবং অপরাধী হয়ে ওঠার কারণ সম্পূর্ণ ভিন্ন।
সিরিজ়ের অন্যান্য চারটি গল্প বৌবাজার বোমা বিস্ফোরণ মামলার চার অপরাধীর জীবনকে ঘিরে। এই চার চরিত্রকে যথাক্রমে সুব্রত দত্ত, আয়ুষ দাস, রুদ্রনীল ঘোষ ও দেবপ্রিয় মুখোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে। প্রতিটি দৃশ্য চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে শুটিং করা হয়েছে, যাতে কোনো চরিত্রই অপরাধী হওয়ার গৌরব পায় না।
পাওলি মনে করিয়ে দেন, প্রতিটি নারীর মধ্যে লোভ, হিংসা, ক্ষমতা দখলের স্বপ্নের মতো অনুভূতি থাকে। পরিচালক এবং অভিনেতারা এসব দিক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ‘গণশত্রু’ সিরিজ় সমাজের প্রতিফলন হিসেবে দেখাবে, যারা সাধারণ মানুষের ক্ষতি করেছে তাদের চোখে কীভাবে ‘গণশত্রু’ চিহ্নিত হচ্ছে।
সিরিজ়ের ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওলি দাম, সুব্রত দত্ত, আয়ুষ দাস, রুদ্রনীল ঘোষ ও দেবপ্রিয় মুখোপাধ্যায়। দর্শকরা আগ্রহভরে অপেক্ষা করছেন এই পাঁচ অপরাধীর জীবন নিয়ে নির্মিত চমকপ্রদ গল্পগুলো দেখার জন্য।
আরপি/এসএন