অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর কোহলি ওয়ানডে ক্রিকেটে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ১৮টি ডাক পেয়ে রেকর্ড গড়েছেন।
এই সিরিজে কোহলি প্রথমবারের মতো ধারাবাহিক দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন। সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি আট বল খেলে শূন্যে আউট হয়েছিলেন।
কোহলির এই রেকর্ডের আগে রোহিত শর্মা, লিটন দাস এবং প্রাক্তন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ১৭টি করে ডাকে আউট ছিল।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে নেমে কোহলিকে এলবিডব্লিউ আউট করেন জাভিয়ার বার্টলেট। অফ-স্টাম্পের কাছে আসা বলটি ফ্লিক করতে গিয়ে কোহলি মিস করেন। তার আউটের পরও ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
দ্বিতীয় ওয়ানডেতে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ বল খেলে ৭৩ রান করেন রোহিত শর্মা। ৬১ রান করেন শ্রেয়াস আইয়ার, আর অক্ষর প্যাটেল করেন ৪৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ৪ উইকেট নেন, বার্টলেট ৩ এবং মিচেল স্টার্ক ২ উইকেট নেন।
টিজে/টিকে