দয়া করে পাগলামী যুদ্ধ নয়: নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মাঝে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইংরেজিতে একটি অনুরোধ জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার তিনি বলেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে সামরিক অভিযানও জোরদার করেছে। ঠিক এমন সময় মাদুরোর এই মন্তব্য করলেন।

বামপন্থী নেতা ও সাবেক বাসচালক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে এক বৈঠকে মাদুরো বলেন, ‘হ্যাঁ শান্তি চাই, হ্যাঁ শান্তি চিরকাল, শান্তিই চিরস্থায়ী হোক। দয়া করে, পাগলামী যুদ্ধ নয়!’
যুক্তরাষ্ট্র সম্প্রতি গোপন যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে, যা তারা মাদকবিরোধী অভিযানের অংশ বলে দাবি করছে। যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালানকারী জাহাজ ধ্বংস করেছে। তবে তারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি যে, তাদের লক্ষ্যবস্তু আসলে মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিল।

এসব মার্কিন হামলা গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। 

এএফপি’র সংকলিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হিসাবেই এই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এই সামরিক অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে গেছে। মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।

গত সপ্তাহে ট্রাম্প বলেন, তিনি ভেনিজুয়েলায় সিআইএ-এর গোপন অভিযান অনুমোদন করেছেন এবং স্থলভাগে কথিত মাদক কার্টেলদের ওপর হামলার বিষয়েও বিবেচনা করছেন। মার্কিন রিপাবলিকান ধনকুবের প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো নিজেই একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দৃঢ়ভাবে তা অস্বীকার করেছেন।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো বৃহস্পতিবার বলেন, ‘আমরা জানি সিআইএ ভেনিজুয়েলায় সক্রিয়।’ তিনি আরো বলেন, ‘তারা হয়তো জানি না কতগুলো সিআইএ-সম্পৃক্ত ইউনিট গোপন অভিযানে পাঠাতে পারে… কিন্তু তাদের যেকোনো প্রচেষ্টাই ব্যর্থ হবে।

পাদরিনো বর্তমানে ভেনিজুয়েলার উপকূলজুড়ে সামরিক মহড়ার তত্ত্বাবধান করছেন, যা ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েনের জবাবে আয়োজন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিদেশি বা আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ বা আটক না করেই প্রাণঘাতী হামলা চালানো আইনসম্মত কি না।

সূত্র : আরব নিউজ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম Dec 08, 2025
img
এবার ‘তৃণমূল এনসিপি’ গঠনের উদ্যোগ Dec 08, 2025
img
সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত : ড. হামিদুর Dec 08, 2025
img
সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা Dec 08, 2025
img
ট্রাইব্যুনালে ফজলুর রহমান: আমার জীবনে আর এ রকম হয়নি, ক্ষমা চাই Dec 08, 2025
img
জাপানে সুনামির আশঙ্কায় বাসিন্দাদের উপকূল ছাড়ার নির্দেশ Dec 08, 2025
২০২৬ সালের জন্য জাতিসংঘের সহায়তা আবেদন শুরু, বিশ্বজুড়ে ‘উদাসীনতা’ নিয়ে ক্ষোভ Dec 08, 2025
img
রাশমিকা মান্দানার 'দ্যা গার্লফ্রেন্ড' মুভি নিয়ে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর Dec 08, 2025
img
বিপিএল ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ Dec 08, 2025
img
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর Dec 08, 2025
img
আমরা অতিদ্রুত রক্তের ঋণ ভুলে যেতে শুরু করেছি : সাকি Dec 08, 2025
img
বাবার জন্মদিনে ববির আবেগঘন পোস্ট Dec 08, 2025
img
সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Dec 08, 2025
img
পুমার সাথে ৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বিরাট কোহলি Dec 08, 2025
img
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৪১৯ টন পেঁয়াজ Dec 08, 2025
img
নির্বাচনের দিনই গণভোট মেনে নিলো জামায়াতসহ ৮ দল Dec 08, 2025
তরুণী ভক্তদের চাপে বাড়ি থেকে লুকিয়ে বের হতেন হৃতিক Dec 08, 2025
দুই বছরের সম্পর্কের খোলামেলা স্বীকৃতি দিলেন আমির খান Dec 08, 2025
বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া Dec 08, 2025
আদর্শ মাকে সম্মাননা দিল পালপাড়া সরকারি প্রাইমারি স্কুল Dec 08, 2025