সরকারের কোনো উপদেষ্টারই কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ নেই, বরং সবাই নিরপেক্ষ, এমনটাই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত এবং এনসিপি'র বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনার পর রাজনৈতিক নেতাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উপদেষ্টার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে এবং নির্বাচনের আগে তাদের সবার পদত্যাগের দাবি ওঠে।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুল আলম জানান, নির্বাচনের সব প্রস্তুতি এগিয়ে চলছে এবং কোনো শক্তিই নির্বাচন বন্ধ করতে পারবে না। প্রেস সচিব জানান, কোনো উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, তা কেবিনেট বা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি আরও বলেন, দুই ছাত্র উপদেষ্টাকে সরকার পদত্যাগের আহ্বান জানিয়েছে কিনা, সে বিষয়েও তিনি অবগত নন।
এমকে/এসএন