জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সম্ভাব্য নতুন করে বলপ্রয়োগের আশঙ্কা প্রকাশ করার পর, ইরান তার দেশের ওপর নতুন করে যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির মন্তব্যটি 'উদ্বেগ থেকে করা হয়েছে নাকি হুমকি হিসেবে দেওয়া হয়েছে', তা স্পষ্ট নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি ভিডিও বার্তায় আরাকচি আরও যোগ করেন, কিন্তু যারা এমন হুমকি দেন, তাদের অবশ্যই বুঝতে হবে যে একটি ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি কেবল আরেকটি ব্যর্থতার দিকেই নিয়ে যাবে।
ইরানের নেতৃত্ব বারবার জোর দিয়ে জানিয়েছে যে, জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও, সেই হামলায় ইরানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
তথ্যসূত্র দ্য টাইমস অব ইসরায়েল।
আরপি/এসএন