স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর কিছু ধারা সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের প্রস্তাব সুপারিশ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সে লক্ষ্যে মতামত প্রদানের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে কমিটিকে অনুমোদন দিয়েছেন।
কর্মকর্তাদের সমন্বয় বিল দাখিলের নির্দেশ রাজউকের ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর কিছু ধারা সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের প্রস্তাব সুপারিশ জমা দেবে। এছাড়া গঠিত কমিটিকে সহায়তা প্রদানের জন্য সহকারী আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি করা হয়েছে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির আইন কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকি ৩ সদস্য হলেন ডিএসসিসির সচিব, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা।
টিজে/টিকে