নিউইয়র্ক স্টেট অফিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের একজন কর্মচারী, ৩৯ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, একই সঙ্গে অন্য একটি পূর্ণকালীন কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
কর্তৃপক্ষের দাবি, মেহুল গোস্বামী নামের এই ব্যক্তির কাজের ফলে সরকারি তহবিল থেকে ৫০,০০০ ডলারের (প্রায় ৪৪ লাখ টাকা) বেশি অর্থ চুরি হয়েছে।
সারাটোগা কাউন্টি শেরিফের কার্যালয়ের তদন্তের পর মেহুল গোস্বামীকে 'গ্র্যান্ড লার্সেনি' বা গুরুতর চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে গোস্বামী নিউইয়র্ক স্টেট অফিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসে দূরবর্তী কর্মী হিসেবে কাজ করতেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি একই সময়ে মাল্টাতে আরেকটি পূর্ণকালীন চাকরি করছিলেন। এইভাবে দুটি জায়গা থেকে বেতন নেওয়ায় সরকারি তহবিল থেকে ৫০,০০০ ডলারেরও বেশি অর্থ চুরি হয়েছে।
মেহুল গোস্বামী নিউইয়র্ক স্টেট অফিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসে প্রকল্প সমন্বয়কারী হিসেবে নিযুক্ত ছিলেন। দোষ প্রমাণিত হলে তার ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
আদালত জানিয়েছে, দ্বৈত কর্মসংস্থান এর মাধ্যমে তিনি সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে।
পিএ/টিএ