মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তাঁর এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প, তবে বর্তমানে এই সফরের সূচিতে তাঁদের মধ্যে কোনো বৈঠক নেই বলে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার গভীর রাতে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে তিনি কিমের সঙ্গে দেখা করতে চান, তবে সেটি হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন।
উত্তর কোরিয়ার নেতার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি জানেন আমি সেখানে যাচ্ছি। পরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি ১০০ ভাগ প্রস্তুত। কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং বলেছিলেন, ট্রাম্প যখন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়া থাকবেন, তখন কিমের সঙ্গে তাঁর বৈঠকের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী চুং সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মনোযোগ দিচ্ছে এবং বিভিন্ন লক্ষণ... একটি বৈঠকের উল্লেখযোগ্য সম্ভাবনা তুলে ধরছে। তিনি দুই নেতাকে এই সুযোগ হাতছাড়া না করার জন্য অনুরোধ করেন। চুং বলেন, আমি এক শতাংশ সুযোগও হাতছাড়া করতে চাই না। সিদ্ধান্ত তাদের নিতে হবে।
তথ্যসূত্র: আল জাজিরা।
এসএস/টিএ