জাতীয় নির্বাচন সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান সমিতির নেতারা।
সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ করা জরুরি। সেইসঙ্গে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইন্সটিটিউট তৈরির দাবিও জানান তিনি। এ সময় পরিবহন খাতের সকল অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
এই সভায় সারাদেশ থেকে আসা পরিবহন মালিকরা অংশ নেন। সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল এই সভার সভাপতিত্ব করেন।
টিজে/টিকে