যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্ততু দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
প্রতিবেদন মতে, আজ শনিবার (২৫ অক্টোবর) ভোরে নর্থ ক্যারোলিনার রোবসন কাউন্টির ম্যাক্সটন শহরের বাইরে প্রত্যান্ত এলাকায় একটি পার্টিতে এই গুলির ঘটনা ঘটে। এলাকাটি সাউথ ক্যারোলিনা সীমান্তের কাছে র্যালে এলাকা থেকে প্রায় ৯৫ মাইল (১৫০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
রোবসন কাউন্টি শেরিফ বার্নিস উইলকিন্সের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ জনকে গুলি করা হয়েছে। গুলির পরই তদন্তকারী দল এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউটি/টিএ