তিন দিন আগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ে কয়েক সপ্তাহের হতাশা মুছে ফেলার বার্তা দিলেও, পরের ম্যাচেই আবার দিক হারিয়ে ফেলল লিভারপুল। উজ্জীবিত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ব্রেন্টফোর্ড।
প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ম্যাচটি ৩-২ গোলে হেরেছে আর্না স্লটের দল।
ড্যাঙ্গো ও কেভিন শাডার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই ব্যবধান কমান লিভারপুলের মিলোস কেরকেজ। দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করার পর শেষ দিকে জালের দেখা পান মোহামেদ সালাহ।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার হারের পর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে কক্ষপথে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। কিন্তু লিগে ফিরে আবার তেতো অভিজ্ঞতা হলো তাদের।
৯ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।
ম্যাচে পজেশনে অনেক পিছিয়ে থাকা ব্রেন্টফোর্ড গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৮টি। লিভারপুলের ১৭ শটের ৫টি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। বাঁ দিক থেকে লম্বা থ্রোয়ে বক্সে সতীর্থের হেড পাসে ভলিতে বল জালে পাঠান ড্যাঙ্গো।
দশম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। তবে বক্সে ঠিকমতো শট নিতে পারেননি সালাহ। ২০তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান ফ্লোহিয়ান ভিয়েৎস। বক্সে ভালো পজিশনে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৩৮তম মিনিটে জিওর্জি মামারদাশভিলির দৃঢ়তায় সে যাত্রায় বাঁচে লিভারপুল। বক্সের বাইরে থেকে মিকেল ডামসগার্ডের শট এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন জর্জিয়ার গোলরক্ষক।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ব্রেন্টফোর্ড। নিজেদের অর্ধ থেকে ডামসগার্ডের চমৎকার পাস ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন শাডা।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। কাছ থেকে শটে লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোল করেন হাঙ্গেরির এই ডিফেন্ডার।
৬০তম মিনিটে আবার গোল হজম করে লিভারপুল। ড্যাঙ্গোকে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে বল জালে পাঠাতে ভুল করেননি ইগর থিয়াগো।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলের তুলনায় ব্রেন্টফোর্ড সুযোগ তৈরি করছিল বেশি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে চমৎকার গোলে নাটকীয় কিছুর আভাস দেন সালাহ। ডান দিক থেকে দমিনিক সোবোসলাইয়ের ক্রস বক্সে বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান মিশরীয় তারকা।
ইগর থিয়াগোর চোটে সময় নষ্ট হওয়ায় সাত মিনিটের যোগ করা সময় চলে ১২ মিনিট পর্যন্ত। মরিয়া চেষ্টা চালায় লিভারপুল, কিন্তু আরেকটি হার এড়াতে পারেনি তারা।
কক্ষপথে ফেরার অভিযানে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়
এমআর/টিকে