বলিউডের গুপ্তচর জগতের দিগন্ত এবার আরও বিস্তৃত হচ্ছে। যশরাজ ফিল্মসের বহুল আলোচিত স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। বহু প্রতীক্ষার পর অফিসিয়ালি নিশ্চিত হয়েছে-ওয়ার ছবির জনপ্রিয় চরিত্র এজেন্ট কবির হয়ে ফিরছেন তিনি, নতুন গুপ্তচর থ্রিলার আলফা-তে।
এই ঘোষণার পর থেকেই উত্তেজনায় ভাসছে সিনেপ্রেমীরা। কারণ আলফা কেবল একটি নতুন চলচ্চিত্র নয়, বরং এটি হয়ে উঠছে যশরাজ স্পাই ইউনিভার্সের মূল কেন্দ্রবিন্দু। ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট ও শরভরী ওয়াঘ, যেখানে নারী গুপ্তচরদের কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের মূল আবহ। পরিচালনায় রয়েছেন দ্য রোমান্টিকস-খ্যাত পরিচালক শিব রাওয়াল।
এর সঙ্গে যোগ হয়েছেন আরও দুই শক্তিশালী নাম-ববি দেওল ও অনিল কাপুর। তবে গুজবের তালিকায় রয়েছে আরও বড় চমক: শাহরুখ খান (পাঠান) ও সালমান খান (টাইগার) হয়তো থাকছেন বিশেষ উপস্থিতিতে। ফলে এটি হতে চলেছে যশরাজ ইউনিভার্সের সবচেয়ে বড় ক্রসওভার আয়োজন।
চলচ্চিত্রজুড়ে থাকছে আধুনিক প্রযুক্তির দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং চরিত্রগুলোর মধ্যে বহু স্তরের সংযোগ। নির্মাতারা জানিয়েছেন, আলফা হবে বছরের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট, যার মুক্তি নির্ধারিত বড়দিনে-ডিসেম্বর ২০২৫-এ।
হৃতিক রোশনের এজেন্ট কবির চরিত্রের প্রত্যাবর্তন মানেই আবারও পর্দায় দেখা মিলবে সেই রহস্যময়, রুদ্ধশ্বাস লড়াই আর আবেগঘন দার্শনিক সংঘাতের, যা দর্শককে মাতিয়ে তুলেছিল ওয়ার-এর সময়েও। এবার সেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে আরও বড় পরিসরে, এক বিশাল ইউনিভার্সে।
টিকে/