দীপাবলি উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘থামা’। মুক্তির ৫ দিন পেরোতেই বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দনা অভিনীত এ সিনেমাটির আয় স্পর্শ করতে চলেছে ১০০ কোটির মাইলফলক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘থামা’। মুক্তির পরপরই সিনেমাটি হৃদয় জয় করে নেয় সিনেপ্রেমীদের।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, বক্স অফিসে মুক্তির প্রথমদিন মঙ্গলবার (২১ অক্টোবর) সিনেমাটি আয় করে ২৪ কোটি। দ্বিতীয় দিন বুধবার (২২ অক্টোবর) আয় দাঁড়ায় ১৮.৬ কোটি। তৃতীয় দিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ আয় কিছু কমে হয় ১২.৫০ কোটি।
শুক্রবার (২৪ অক্টোবর) ১০ কোটির পর শনিবার (২৫ অক্টোবর) সিনেমাটি আয় করে ১৩ কোটি রুপি। সবমিলিয়ে প্রায় ৮০ কোটি রুপি আয় করেছে ‘থামা’। খুব শিগগিরই সিনেমাটি ১০০ কোটি ক্লাবে নাম লেখাবে এমনই আশা করছেন সিনেবোদ্ধারা।
প্রসঙ্গত, আদিত্য সরপোতদার পরিচালিত ‘থামা’ ভৌতিক, রহস্য আর রোমান্সের মিশেলে তৈরি। ‘স্ত্রী’, ‘ভেডিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী’-এর পর তাই ‘থামা’য় মজেছে দর্শক। ‘থামা’য় প্রধান চরিত্রে আয়ুষ্মান ও রাশমিকার পাশাপাশি ক্যামিও চরিত্রে রয়েছে বরুণ ধাওয়ান।
আরপি/টিকে