ইসির অগ্রগতিতে সন্তুষ্ট কমনওয়েলথ : সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতিতে তারা সন্তুষ্ট। সবকিছুতে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন।

রোববার (২৫ অক্টোবর) নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব জানান, কমনওয়েলথ ডেলিগেশন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সার্বিকভাবে জানতে চেয়েছে। আলোচনায় সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

তাদের যেসব বিষয়ে জানানো হয়েছে সে প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) কনডাক্ট রুলস, অবজারভারস হোম অ্যান্ড অ্যাব্রড, কোয়ালিফাইং ডেট (৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা গ্রহণ), স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় তাদের জানানো হয়েছে। এছাড়া প্রি-ইলেকশন, ইলেকশন ডে ও পোস্ট-ইলেকশন পিরিয়ডে পর্যবেক্ষকরা আসতে চাইবেন বলে তারা জানিয়েছেন।

তিনি বলেন, ওভারসিজ ভোটার ডায়াসপোরা কমিউনিটির বিষয়ে ইসির পদক্ষেপ এবং হাইব্রিড সলিউশনের কথা জানতে চেয়েছিল তারা। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ হলে কমিশন কীভাবে তা হ্যান্ডেল করবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে সচিব জানান, কনডাক্ট রুলস, মাঠ পর্যায়ে কমিটির কাজ এবং চূড়ান্ত জায়গা হিসেবে আদালতের কথা উল্লেখ করা হয়েছে।

সচিব বলেন, রিফর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত আইন-বিধিবিধান সংশোধনের কাজ হয়েছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আরপিওর সংশোধনী অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। নিরাপত্তা মূলত ভোটকেন্দ্র ও পরিবে- এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের একটি টিম কাজ করবে এবং বাইরের নিরাপত্তা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ দেখবে। এছাড়া প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সচিব।

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকার বিষয়ে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে এবং আগামীকাল সকালে তা জানিয়ে দেওয়া হবে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে আসা বাড়তি তথ্য পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে এটি চূড়ান্ত করা হবে।

বিএনপির চিঠির বিষয়ে সচিব বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আরপিওর নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে একটি চিঠি দিয়ে গেছে। কমিশন পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে জানিয়ে সচিব বলেন, পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে ১০০ শতাংশ করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে।

গতকাল ককটেল বিস্ফোরণ ও ইসি কোনো মামলা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা পুলিশের ব্যাপার। পুলিশ তাকে কনফাইন করেছে। যদি মামলা করতে হয়, ইসির পক্ষ থেকে অসুবিধা নেই।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার Jan 30, 2026
img
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে: জামায়াতে আমির Jan 30, 2026
img
‘মার্দানি ৩’ -এর প্রচারে রানির সন্তান হারানোর গল্প! Jan 30, 2026
img
২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন এক সমর্থক Jan 30, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন অন্তত ১৬টি দেশের অর্ধশতাধিক পর্যবেক্ষক Jan 30, 2026
img
দায়িত্বশীল আচরণের অভাবে পর্যটন শিল্প পিছিয়ে রয়েছে : সৈয়দা রিজওয়ানা Jan 30, 2026
img
অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব Jan 30, 2026
img
সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম Jan 30, 2026
অ্যাওয়ার্ড পেয়ে যা বললেন বাংলাদেশি নারী ডিজে ! Jan 30, 2026
মার দিনে এই কাজগুলো অবশ্যই করবেন | ইসলামিক জ্ঞান Jan 30, 2026
'বিডিটুডে' বন্ধ : অভিযোগ বিএনপির দিকে, ক্ষোভ উগরে দিলেন সম্পাদক| Jan 30, 2026
এই ৩টি কাজ করলে সকাল সুন্দর হবে | ইসলামিক টিপস Jan 30, 2026
img
আলিয়া ভাটের নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’ ঘোষণা Jan 30, 2026
img
ইমতিয়াজের নতুন ছবিতে চমক দেখাবেন এ আর রহমান Jan 30, 2026
img
জুলুমের শিকার হয়ে কেউ যাতে জালেম না হয়: কায়সার কামাল Jan 30, 2026
img
নিজেদের তৈরি সাবমেরিনের প্রথম ট্রায়াল সম্পন্ন করল তাইওয়ান Jan 30, 2026
img
প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের Jan 30, 2026
img
কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের Jan 30, 2026
img
পোশাক সামলাতে গিয়ে অস্বস্তিতে অভিনেত্রী দিব্যানী Jan 30, 2026
img
কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প Jan 30, 2026