কৃষ্ণর প্রেমে রাঁধা পাগল—এমন কথার একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। এফডিসিতে সেট তৈরি করে বিগ বাজেটের এই ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান।
‘হায়রে ১২ মাস’ শিরোনামে এ গানের কথা লেখার পাশাপাশি সুর করেছে সত্য, এবং সংগীত পরিচালনা করেছেন সৌরভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়া সরকার।
শিল্পী, গীতিকার এবং সংগীত পরিচালক তিনজনই কলকাতার হলেও মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শামীমা আফরিন অমি। তার সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার রুহুল আমিন। শুধু তাই নয়, এখানে চমক হিসেবে রয়েছেন অভিনেতা শিবা শানুও।
এ গানের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শামীমা অমি।
ভিডিওতে তার সঙ্গে পারফরম করতে দেখা যাবে ৬০ জন নৃত্যশিল্পীকে।
শামীমা আফরিন অমি বলেন, ‘আমি তো মূলত কনটেন্ট ক্রিয়েটর, মিউজিক ভিডিও করা হয় শখের বশে। যখন ভালো লাগে তখন কাজ করি, যখন লাগে না তখন করি না। সবকিছু আমার মুডের ওপর নির্ভর করে।
এই প্রজেক্টটার কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে, তাছাড়া এটার বাজেটও ছিল বেশ; যার কারণে কাজটি করেছি। বলতে পারেন, এটা এখন পর্যন্ত আমার করা বিগ বাজেটের একটা মিউজিক ভিডিও।’
তিনি আরো বলেন, ‘প্রজেক্টটা করে বেশ ভালো লেগেছে। কিছুটা সময় আবার কষ্টও হয়েছে। গল্পের প্রয়োজন অনুযায়ী এখানে কিছু আগুনের দৃশ্য ছিল, সেটা করতে গিয়ে কষ্ট হয়েছে।
এছাড়া বাকি সবকিছুর অভিজ্ঞতা বেশ ভালো।’
জানা গেছে, আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হবে।
শখের বশে মিউজিক ভিডিওর মডেল হলেও অভিনয়ে আসার কোনো ইচ্ছে নেই অমির। এরমধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।
বলা দরকার, ‘হায়রে ১২ মাস’ অমির পঞ্চম মিউজিক ভিডিও। এর আগে তাকে দেখা গেছে কাজী শুভর ‘ফাঁকি’, হাসান ইকবালের ‘তুমি আমার ক্রাশ’, সাব্বির আহমেদের ‘তোমার ছুরি’ এবং শামসের ‘কে এসেছে তোমার জীবনে’ মিউজিক ভিডিওতে।
এসএন