পাকিস্তানের অধিনায়ককে বাদ দিয়ে আইসিসির পোস্টার প্রকাশ, ক্ষুব্ধ পিসিবি

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। গত ১১ ডিসেম্বর সন্ধ্যা থেকে দর্শকদের জন্য মেগা টুর্নামেন্টটির টিকিট উন্মুক্ত করা হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। কিন্তু বিপত্তি বেধেছে টিকিট নিয়ে প্রকাশিত প্রতিবেদনে আইসিসির ব্যবহৃত পোস্টার নিয়ে। যেখানে নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের উপস্থিতি।

আইসিসি তাদের টিকিট ক্রয়-বিক্রয় সংক্রান্ত পোস্টারে পাঁচ দলের অধিনায়কের ছবি ব্যবহার করেছে। সেখানে রয়েছে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। যেখানে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার ছবি ব্যবহৃত হয়নি। বিশ্বকাপের প্রচারণামূলক পোস্টারে পাকিস্তান অধিনায়ক বাদ পড়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ পিসিবি।



পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে আইসিসির কাছে উত্থাপন করা হয়েছে। ওই সূত্র জানান, ‘কয়েক মাস আগে এশিয়া কাপের সময়েও আমরা একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তখন সম্প্রচারকারীরা আমাদের অধিনায়ককে ছাড়াই প্রচারণা শুরু করেছিল।

পরবর্তীতে পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সমাধান হয়। এবারও একই ঘটনা ঘটল। আইসিসি টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টারে আমাদের অধিনায়ককে উপস্থাপন করেনি।’

পাকিস্তানের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং বিশ্বকাপে দেশটি সবসময়ই বড় আকর্ষণ বলে মনে করে পিসিবি। যদিও বর্তমানে বাবর-শাহিনদের দল আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের মধ্যে নেই। পিসিবির আশা, আইসিসি শেষ পর্যন্ত প্রচারণামূলক পোস্টার ও অন্যান্য ক্যাম্পেইনে পাকিস্তানের অধিনায়ককে অন্তর্ভুক্ত করবে। প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত এবং আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে আছেন দেশটির সাবেক বোর্ড সচিব জয় শাহ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে আপাতত। প্রথম পর্বের টিকিটের দাম তুলনামূলক কিছুটা কম রাখা হয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হিয়েছে ১০০ রুপি। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধুমাত্র ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।

আইসিসির আসন্ন মেগা টুর্নামেন্টটিতেও যথারীতি ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপে তাদের বাকি তিন সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ১৫ নভেম্বর কলম্বোয় ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে আরেক আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল ও ইতালি। ‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নারীদের জন্য মাধুরীর অনুপ্রেরণামূলক বার্তা Dec 14, 2025
img
ভালোবাসা মানে শুধু কথা নয় : রাজ Dec 14, 2025
img
৪ দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির ক্রিকেটাররা Dec 13, 2025
img
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 13, 2025
img

রেড কার্পেটে সালমান খান-জনি ডেপের মহামিলন

ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে কী করছেন ভাইজান? Dec 13, 2025
img
পুতিনকে দূরে সরিয়ে ট্রাম্পের পথে বেলারুশের লুকাশেঙ্কো? Dec 13, 2025
img
সিইসি ও চার কমিশনারের বাড়তি নিরাপত্তা চেয়ে ডিএমপিকে চিঠি Dec 13, 2025
img
সুদানে সন্ত্রাসী হামলায় প্রাণ গেল ৬ বাংলাদেশি সেনার, আহত ৮ Dec 13, 2025
img
শূন্য থেকে ৩০০ কোটি সম্পত্তির মালিক হলেন কপিল শর্মা, রহস্য কী? Dec 13, 2025
img
পাকিস্তানের অধিনায়ককে বাদ দিয়ে আইসিসির পোস্টার প্রকাশ, ক্ষুব্ধ পিসিবি Dec 13, 2025
img
দলের যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন: তিলক ভার্মা Dec 13, 2025
img
হায়দরাবাদে রাহুল গান্ধীকে জার্সি উপহার মেসির Dec 13, 2025
img
‘গুপ্তচরের পরনে বিকিনি?’, রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে প্রশংসা করেই বিতর্কে দীপিকা Dec 13, 2025
img
সালমানের কান্নার দাম দেয় না কেউ? Dec 13, 2025
img
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ Dec 13, 2025
img
রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনা জানাল প্রধান উপদেষ্টা Dec 13, 2025
ভোলার চরফ্যাশনে নবান্ন উৎসব ১৪৩২ উদযাপন Dec 13, 2025
img
যুবভারতীতে মেসি-বিক্ষোভের মাঝে শুভশ্রীর ছবি পোস্টে বিতর্কের ঝড় Dec 13, 2025
img
ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত Dec 13, 2025
img
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ Dec 13, 2025