রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের ব্যাটসম্যান তিলক বর্মা সমর্থন জানালেন কোচ গৌতম গম্ভীরের নীতির, যেখানে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
তিলক বর্মা জানিয়েছেন, “ওপেনার ছাড়া দলের প্রত্যেকে যে কোনও অবস্থানে মানিয়ে নিতে পারে। আমি নিজেও তিন, চার, পাঁচ, ছয় যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত। যেখানে দল চাইবে, সেখানে খেলব। দলের কৌশল অনুযায়ী সকলেই মানিয়ে চলতে রাজি।”
তিনি আরও যোগ করেন, “একটা বা দুটো ম্যাচে এমন পরিবর্তন স্বাভাবিক। অক্ষর পটেল আগেও এমন ভূমিকা নিয়েছেন এবং ভালই খেলেছেন। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে।”
ধর্মশালার ঠান্ডা আবহাওয়া এবং শিশিরের প্রভাব সম্পর্কে তিলক বলেন, “আমি আগে এখানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সিরিজ খেলেছি। পিচ দেখে মনে হয়েছে অনেক রান হবে। টস আমাদের হাতে নেই, তাই শিশিরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। ভেজা বলে অনুশীলন করছি।”
তিলকের মতে, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত দলই জিতবে। “প্রথম দুটো ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে কারণ ঠান্ডায় সিম ও সুইং সুবিধা পেয়েছে। তবে এখানে শিশির আগে পড়ে, তাই দুটো দল প্রায় একই পরিস্থিতিতে খেলবে।”
এসএস/টিএ