সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লির যে চাণক্য নীতি সেই চাণক্য নীতির মায়াজালে বর্তমানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। পর্দার সামনে আমরা যে সকল দৃশ্য দেখতে পাচ্ছি এগুলো আসলে কোনো ঘটনা নয়। পদ্মার অন্তরালে সকল ভয়াবহ দৃশ্য প্রতিনিয়ত একেবারে সিনেমার মত সেলুলয়েড।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা বলেন, সেলুলয়েডের যুগে প্রতিটি দৃশ্য একটার পর একটা ফ্রেম হিসেবে ছবি হিসেবে চিত্রিত থাকতো। সেই ফ্রেমগুলো যখন সিনেমার রিলে চালানো হতো তখন আমরা একটা চলচ্চিত্র দেখতে পেতাম। ঠিক একইভাবে গত ১৪ মাস ধরে আমেরিকা, পাকিস্তান, চীন এবং ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের রাজনীতিকে নিজেদের বাগে রাখার জন্যে অসংখ্য স্টিল ছবি প্ল্যান এ বি সি করে চলচ্চিত্রের জন্য রিল বানিয়ে ছেড়ে দিচ্ছে।
রনি বলেন, এখন যে ধরনের খেলাধুলা হচ্ছে মনে হচ্ছে চীন পিছিয়ে গেছে। দ্বিতীয়ত, পাকিস্তান যেভাবে একেবারে লম্পঝম্প করেছিল আজ থেকে ছয় মাস আগে তাদের সেই লম্পঝম্প নেই। আমেরিকা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছিল সেই জায়গা থেকে পিছিয়ে গিয়ে তাদের পুরনো বন্ধু ভারতের হাত ধরে বাংলাদেশের প্রেক্ষাপটগুলো এখন পরিচালনা করতে চাচ্ছে।
রনি আরো বলেন, অতীতের সব হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে। এই মুহূর্তে কতগুলো বিষয় দেখলে বোঝা যায়, রাজনৈতিক অঙ্গনে খুব ঝামেলা হচ্ছে।
যেমন গণভোট, উপদেষ্টাদের মধ্যে বিভেদ। এগুলো এই সময়টাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে।
এবি/টিকে