নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া হবে না। বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা।
তারা সে ক্ষেত্রে কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা পার্টির ‘গামছা’ প্রতীক পাওয়ার প্রক্রিয়াটিকে নজির হিসেবে সামনে আনছেন।
সোমবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। ওই পোস্টে তিনি বলেন, বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক এনসিপি দেওয়া হবে না। বরং কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। তার মানে আইনি কোনো বাধা নেই। কেবল তফসিলভুক্তি না থাকাই একমাত্র কারণ বলে মনে করছে ইসি।
তিনি বলেন, ‘কাদের সিদ্দিকী যখন তার দলের জন্য গামছা মার্কা চান তখন ওটাও কমিশনের তফসিলে ছিল না। তখন কাদের সিদ্দিকী গামছা প্রতীক যুক্ত করার জন্য আবেদন করেন। ইসি বিষয়টি আমলে নেয় এবং কাদের সিদ্দিকীর জন্য গামছা প্রতীকের ব্যবস্থা করে। এ থেকে বোঝা যায়, আবেদন করলে ইসি সেটা দিতে পারেন।’
এনসিপির আরেক নেতা মাহিন সরকার বলেন, ‘কাদের সিদ্দিকীর গামছা মার্কাও নির্বাচন কমিশনের তফসিলে ছিল না, কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকীকে সেটা দেওয়া হয়েছিল। এনসিপির বেলায় এত কুতর্কের অবতারণা হচ্ছে কেন?’
ইউটি/টিএ