ফুটবল জাদুকর লিওনেল মেসিকে বরণ করতে প্রস্তুত ভারত। কলকাতা থেকে মুম্বাই, হায়দরাবাদ থেকে দিল্লি সর্বত্র এখন উৎসবের আমেজ। তিন দিনের বিশেষ সফরে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চারটি শহর ঘুরবেন আর্জেন্টাইন সুপারস্টার।
কলকাতার লেক টাউনে শ্রী ভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করেছে ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য যাকে দাবি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য হিসেবে। মাত্র ৪০ দিনে নির্মিত এ শিল্পকর্মটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি নিজেই। মেসির আগমনকে কেন্দ্র করে ভাস্কর্যের শেষ মুহূর্তের কাজ চলছে দ্রুতগতিতে।
ভারত সফরে মেসিকে দেওয়া হবে রাষ্ট্রীয় পর্যায়ের কঠোর নিরাপত্তা জেড ক্যাটাগরি। তার সঙ্গে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পল, যারা মুম্বাইয়ে তার সঙ্গে যোগ দেবেন।
মেসিকে দেখার জন্য প্রতিটি শহরে টিকিট বিক্রি হচ্ছে আগ্রহীদের ভিড়ে। বেশিরভাগ শহরে টিকিট মূল্য ৪৫০০ রুপি, মুম্বাইয়ে সর্বোচ্চ ৮২৫০ রুপি।
ভারত সফরে মেসির পূর্ণ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
.১৩ ডিসেম্বর — কলকাতা
.রাত ২টা: কলকাতায় আগমন
.সকাল ১০–১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ
.সকাল ১১–১১.৪৫: ৭০ ফুট ভাস্কর্যের ভার্চুয়াল উদ্বোধন
.১১.৪৫–১১.৫৫: যুব ভারতী স্টেডিয়ামে আগমন
.১২টা: স্টেডিয়ামে শাহরুখ খানের আগমন
.১২.৩০: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির আগমন
.১২.৩০–১টা: প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
.বেলা ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা
১৩ ডিসেম্বর — হায়দরাবাদ
.সন্ধ্যা ৭.৩০: মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে রাজীব গান্ধী স্টেডিয়ামে ৭ বনাম ৭ ম্যাচ
.সন্ধ্যায় মেসির সম্মানে সংগীতানুষ্ঠান
১৪ ডিসেম্বর — মুম্বাই
.বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ
.বিকেল ৪.৩০: সেলিব্রেটি ফুটবল ম্যাচ
.বিকেল ৫.৩০: ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যারিটি ফ্যাশন শো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে টিকিটের দাম ৮৫ হাজার, ফাইনালে সাড়ে ১০ লাখ
১৫ ডিসেম্বর — নয়া দিল্লি
.ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ
.বেলা ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার বিতরণ
.সন্ধ্যা ৭টা: মেসির বিদায়।
টিজে/টিকে