৭ই অক্টোবর, ২০২৩ এর হামলার পর প্রথমবারের মতো, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দক্ষিণ ইসরায়েলে ঘোষিত জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই 'বিশেষ পরিস্থিতি' সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডকে জনসমাবেশ সীমিত করা এবং বিভিন্ন এলাকা বন্ধ করে দেওয়ার অনুমতি দিয়েছিল। এটি ৭ই অক্টোবর সকালে সারা দেশে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এরপর থেকে এটি কেবল দক্ষিণে বলবৎ ছিল।
দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে কোনো সক্রিয় 'বিশেষ পরিস্থিতি' থাকবে না।
কাটজ এক বিবৃতিতে বলেন, 'আমি আইডিএফ-এর সুপারিশ গ্রহণ করার এবং ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো হোম ফ্রন্টের বিশেষ পরিস্থিতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি বলেন যে, 'এই সিদ্ধান্ত দেশের দক্ষিণে নতুন নিরাপত্তা বাস্তবতাকে প্রতিফলিত করে, যা হামাস সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের বীর সৈন্যদের গত দুই বছরের দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপের জন্য অর্জিত হয়েছে।'
সত্র: টাইমস অফ ইসরায়েল
আইকে/টিএ