বিশ্বকাপ নিয়ে চলমান নাটকের আগুনে ঘি ঢেলেছেন ভারতের সাবেক নির্বাচক কে শ্রীকান্ত। বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের অংশগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এ নির্বাচক। মাঠের খেলায় ভারতের খেলোয়াড়েরা তাদের ধোলাই করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানকে খোঁচা দিয়ে শ্রীকান্ত বলেন, ‘গত ম্যাচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এই ম্যাচে তারা ১০ ওভারে ১৫০ রান করেছিল। এটা দেখে অনেক দল হয়তো বলবে, ‘না, আমরা আসছি না। তুমি কাপ রেখে দিতে পারো। পাকিস্তান, এসো না। তোমাদের মহসিন নাকভি এটা নিয়ে কথা বলছিল, এসো না। তোমাদেরকে ধোলাই করা হবে।’
‘কলম্বোতে ছক্কা মারলে মাদ্রাজে গিয়ে পড়বে। সাবধান। সবচেয়ে ভালো বিকল্প হল দূরে থাকা। অজুহাত খুঁজে এসো না। এরা তাদের খুব ধোলাই করবে। এটি বিশ্বের প্রতিটি ক্রিকেট দলকে একটি উদ্বেগজনক সংকেত পাঠাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরণের ধোলাই আমি এর আগে কখনও এমন দেখিনি।’
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে অনুরোধ আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।
এবি/টিএ